আটক জেএমবি সদস্যরা ৩ দিনের রিমান্ডে
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আটক সদস্যদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার রাত ৩টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বগুড়া ও সিরাজগঞ্জে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আটকরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামের আবু বকর সিদ্দিদের ছেলে মো. সানাউলাহ (৪৫), লিয়াকত উলাহ (৩৭) এবং মো. বরকতুলাহ (৩০)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওহেদুজ্জামান জানান, জেএমবি সদস্য এই ৩ ভাই গোপনে জঙ্গি তৎপরতার অংশ হিসেবে মঙ্গলবার ভোরে সলঙ্গা থানার হাটিকুমরুলে অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরো বলেন, আটকরা গত ২০ সেপ্টেম্বর সলঙ্গার এরান্দহ থেকে জেএমবির জেলা শাখার সভাপতিসহ ৪ জেএমবি সদস্য গোলাবারুদ, জিহাদি বই নিয়ে আটকের মামলায় পলাতক আসামি ছিল। এরপর থেকেই তারা পলাতক ছিল।
এসএস/পিআর