বাড়িতে হামলা চালিয়ে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন


প্রকাশিত: ১০:৩১ এএম, ০৪ অক্টোবর ২০১৬

জামালপুরে বাড়িতে হামলা চালিয়ে ভোগ দখলীয় জমি থেকে উচ্ছেদ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। মঙ্গলবার দুপুরে শহরের ছনকান্দা এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার আব্দুস ছালাম ও তার ছেলে মো. ফারুক।

এসময় লিখিত বক্তব্যে বলা হয়, ছানকান্দা এলাকায় ৩১ শতক জমির বৈধ দখলদার হওয়া সত্ত্বেও পার্শ্ববর্তী ভূমিদস্যু সোহরাব উদ্দিন, খোকা মিয়া ও ময়নালসহ তাদের দলবল নিয়ে গত ৩০ সেপ্টেম্বর জোরপূর্বক জমি জবরদখল করে বাড়িঘরে হামলা ও লুটপাট করে তাদের উচ্ছেদ করে। এ বিষয়ে পরিবারটি জামালপুর সদর থানায় একটি অভিযোগপত্র দয়ের করেছে।

বর্তমানের পরিবারটি জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

শুভ্র মেহেদী/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।