সিরাজগঞ্জ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক কমিটি গঠন


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৪ অক্টোবর ২০১৬

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিরাজগঞ্জ পৌর ও থানায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জেলা শাখা কার্যালয়ে এক সভায় পৌর ও থানার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ জেলা শাখার সভাপতি মো. আতাউর রহমান বরাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াজ করনী লকেটের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের জেলা শাখার নেতা মো. জুয়েল আহমেদ, লিয়াকত আলী, হারুন উর রশিদ হারুন, হামিদা খাতুন বাবলী প্রমুখ।

সভায় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কলেবর বৃদ্ধি ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পৌর মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ গঠনকল্পে এস এম মজনুর রহমানকে আহ্বায়ক এবং রুবেল মোহাম্মদকে যুগ্ম-আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন ও মো. আমিনুর ইসলামকে আহ্বায়ক এবং মো. আব্দুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট সদর থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের একটি কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিগুলোকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ পৌর কমিটি ও পূর্ণাঙ্গ সদর থানা কমিটির গঠনের জন্য জেলা কমিটির পক্ষ থেকে দিক-নির্দেশনা প্রদান করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।