সিরাজগঞ্জে বাসচাপায় অটোচালক নিহত


প্রকাশিত: ০৬:০৮ এএম, ০৫ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কামারখন্দে বাসচাপায় আলহাজ (৩০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টায় উপজেলার নলকায় এ দুর্ঘটনা ঘটে।

আলহাজ জেলার কামারখন্দ উপজেলার চর দোগাছি গ্রামের জানবক্সের ছেলে।

সিরাজগঞ্জ কড্ডা পুলিশ ফাঁড়ির হাবিলদার আব্দুর রশিদ জানান, ঢাকা থেকে নাবিল এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস বগুড়া যাচ্ছিলো। বাসটি নলকা গ্যাস অফিসের সামনে পৌঁছে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আলহাজ নিহত হয়।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।