সিরাজগঞ্জে আইনজীবীদের আদালত বর্জন
সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ড. ইমান আলী কর্তৃক আইনজীবীর সঙ্গে অশালীন আচরণ ও অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগে আদালত বর্জন ও প্রতিবাদ সভা করেছে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির হলরুমে কার্যনির্বাহী সমিতি এই প্রতিবাদ সভার আয়োজন করে।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি বরাবর সিনিয়র আইনজীবী এসএম মোয়াজ্জেম হোসেনের লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেন, মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা (সেশন কেস ২৯৮/১২) মামলার সাক্ষ্য গ্রহণ চলছিল। এসময় একজন সাক্ষী আদালতে বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।
তাৎক্ষনিক বিজ্ঞ বিচারক ড. ইমাম আলী সাক্ষীকে বলেন, আসামি ইব্রাহীম ও ছোবাহানের সঙ্গে জমিজমা নিয়ে কোনো গোলমাল গোলযোগ ছিল কিনা উক্ত প্রশ্নের প্রেক্ষিতে নিযুক্ত আইনজীবী বিচারককে বলেন, আপনি সরাসরি এই ধরনের প্রশ্ন সাক্ষীকে করতে পারেন না। আপনি যদি প্রশ্ন করতে চান তাহলে টু কোর্ট হিসেবে নিতে পারেন।
এসময় বিচারক হুংকার দিয়ে প্রকাশ্যে আদালতে বলেন, আপনার কাছে কী আমি আইন শিখবো, আপনিতো কিছুই জানেন না, আপনি পড়াশোনা করে ওকালতি করবেন, আমি আপনার ওকালতি বন্ধ করে দিতে পারি।
এ কথার পর এপিপি ইব্রাহিম খলিল ইমন, এপিপি অ্যাড. দ্বীন মোহাম্মদ, অ্যাড. আব্দুর রাজ্জাকসহ আদালতে উপস্থিত আইনজীবিরা অ্যাড.মোয়াজ্জেম হোসেনকে শান্ত থাকতে বলেন। পরে তিনি বিষয়টি নিয়ে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি বরাবার লিখিত অভিযোগ দায়ের করেন।
এ অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কাযনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের এক প্রতিবাদ সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ড. ইমান আলীকে সিরাজগঞ্জ থেকে প্রত্যাহার না করার পর্যন্ত তার আদালত বর্জনের ঘোষণা দেন।
এসময় সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রাখালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. নাছিম সরকার হাকিম, জিপি অ্যাড. জাহিদ হোসেন, অ্যাড. বিমল কুমার দাস, অ্যাড. রেজাউল করিম তালুকদার, অ্যাড. সানোয়ার হোসেন, অ্যাড. ইসমাইল হোসেন হাসু, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. মীর রুহুল আমিন বাবু, অ্যাড. ফজলুল হক বুলবুল, অ্যাড. আব্দুর রাজ্জাক আতা, এপিপি আনোয়ার পারভেজ লিমন, এপিপি অ্যাড. আব্দুর রউফ পান্না ও এপিপি কায়সার আহমেদ লিটন প্রমুখ।
এফএ/এবিএস