রায়গঞ্জে ৯ জুয়াড়িকে কারাদণ্ড
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ জুয়াড়িকে আটক করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে তাদের এ দণ্ডাদেশ দেয়া হয়। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আখতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার ঘুড়কা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ঘুড়কা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে জহির উদ্দিন, মৃত আব্দুল গনির ছেলে মোকারম আলী সেখ, মৃত নূর হোসেনের ছেলে হাসমত আলী, সোহরাব আলীর ছেলে আসলাম উদ্দিন, কুদ্দুসের ছেলে আমির হোসেন, চিত্ররঞ্জনের ছেলে লিটন দাস, নায়েব আলীর ছেলে আনিছার, ভিকমপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে শুকুর আলী, চকগোবিন্দপুর গ্রামের অজেদ আলীর ছেলে আব্দুল মালেক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত ৯ জুয়াড়িকে কারাগারে পাঠানো হয়েছে।
এএম/এমএস