সিরাজগঞ্জে সিএনজির ধাক্কায় দিনমজুর নিহত
সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের খোকশাবাড়ী ইটের ভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিনমজুর আব্দুস সালাম (৫০) সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চর ছোনগাছা গ্রামের মৃত হামিদ মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের পুজামণ্ডপগুলোতে জরুরী ভিত্তিতে মাটির কাজ করা হচ্ছিল। শহরে দৈনিক হাজিরায় কোনো শ্রমিক না পাওয়ায় ছোনগাছা থেকে কিছু শ্রমিক দিয়ে কাজ করানো হয়। সালাম সেই কাজ শেষে সন্ধ্যার দিকে সাইকেলযোগে বাড়ি ফিরছিল।
এসময় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের খোকশাবাড়ী ইটের ভাটা এলাকায় বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি সিএনজি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ছোনাগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন কিরণ এ তথ্য নিশ্চিত করেছেন।
এফএ/পিআর