সিরাজগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা


প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৭ অক্টোবর ২০১৬

সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম (২৮) নামে এক সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা নদী পার্শ্ববর্তী পঞ্চসোনা চরে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি বেলকুচির রাজাপুর ইউনিয়নের দুর্গম চক-বয়রা গ্রামের কৃষক আজিজল হকের ছেলে।

দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন একই গ্রামের আছের আলীর ছেলে ও নিহতের ভাগিনা রাসেল শেখ।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, বেলকুচির রাজাপুর ইউপি সদস্য মনিরুলকে শুক্রবার রাত ১১টার দিকে কে বা কারা কুপিয়ে ও গুলি করে হত্যার পর লাশ পার্শ্ববর্তী সয়দাবাদ ইউনিয়নের দুর্গম পঞ্চসোনা চরে ফেলে রেখে গেছে। এ সময় মনিরুলের সঙ্গে থাকা রাসেলকেও (২৫) গুলি করা হয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। তবে আহত রাসেলকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ওসি আরো জানান, মনিরুলের সঙ্গে যমুনার চরের অপরাধীদের বেশ সখ্যতা রয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মনিরুলকে হত্যা করে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।