সিরাজগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত : আহত ১২


প্রকাশিত: ০৩:০০ পিএম, ১০ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ও আহত হছেছেন অন্তত দুই বাসের ১২ জন যাত্রী।

সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ষোলমাইলের দাতিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের ও নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, শাহজাদপুর ট্রাভেলসের একটি গাড়ি ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছিল। গাড়িটি ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের ষোলমাইলের দাতিয়া এলাকায় পৌছলে বগুড়া থেকে পাবনাগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই বগুড়া থেকে আসা গাড়ির চালক নিহত হয়। এ ঘটনায় দুই বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছে।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠিয়েছে।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।