রামগঞ্জে দুই বাড়িতে ডাকাতি, গৃহকর্তা জখম


প্রকাশিত: ০৯:১০ এএম, ১১ অক্টোবর ২০১৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাধা দিলে আলী আহাম্মদ (৬৫) নামে এক গৃহকর্তাকে কুপিয়ে জখম করে টাকা ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাতরা।

সোমবার গভীর রাতে উপজেলার ভাদুর ইউনিয়নের রাজাপুর গ্রামের কামরুল ইসলাম ও আলী আহাম্মদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।  আহত আলী আহম্মদকে রামগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, খবর পেয়ে সকালে লক্ষ্মীপুর জেলা সহকারি পুলিশ সুপার (সার্কেল) খন্দকার শাহ নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় ১০-১২ জনের একদল ডাকাত কামরুল ইসলাম ও আলী আহাম্মদের বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এসময় বাধা দিলে গৃহকর্তা আলী আহম্মদকে কুপিয়ে জখম করা হয়। পরে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। আহত আলী আহম্মদকে রামগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রামগঞ্জ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) সোলায়মান চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

কাজল কায়েস/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।