সিরাজগঞ্জে শুটারগান ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জের সলঙ্গায় শুটারগান ও এক রাউন্ড গুলিসহ রেজাউল ইসলাম (২৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-১২) সদস্যরা।
বুধবার ভোরে সলঙ্গা থানার রামারচর এলাকার ভাই ভাই সুপার স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রেজাউল করিম উলাপাড়া উপজেলার বালসাবাড়ি গ্রামের মৃত জেল হকের ছেলে।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হাসিবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সলঙ্গা থানার রামারচর এলাকার অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী রেজাউলকে গ্রেফতার করা হয়। পরে অস্ত্রসহ রেজাউল ইসলামকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
রেজাউল ইসলাম দীর্ঘদিন ধরে জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার মো. হাসিবুল আলম।
এএম/এবিএস