মাদকসেবী ও ব্যবসায়ীদের প্রত্যাখ্যানের আহ্বান ভূমিমন্ত্রীর


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১৪ অক্টোবর ২০১৬

সারাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত রেখে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

শুক্রবার দুপুরে ঈশ্বরদী পৌর বাস টার্মিনাল ভবনে পৌর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন ২য় পর্ব প্রকল্পের অধীন ঈশ্বরদী পৌর এলাকায় ৩৪ কি.মি. বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এসময় মন্ত্রী বলেন, বিশুদ্ধ পানির অভাব দূর করতে সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মাধ্যমে পৌর শহরগুলোতে পানির লাইন স্থাপন কাজ শুরু করেছে। তিনি পানির পাইপ স্থাপন কাজের গুণগত মান ভালো রেখে চলতি ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, জঙ্গিবাদ তৈরি করে যারা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদের মধ্যে বাংলার মাটি ও মানুষের হাজার বছরের ইতিহাসের জঘন্যতম বিশ্বাসঘাতক মীর জাফর আলী, গোলাম আজম, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান অন্যতম। বাংলাদেশের মানুষ এ চার ঘাতকের নেতৃত্বকে মেনে নেয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসকল ঘাতকদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রয়েছে।

ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরদী শাখার ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু ও পাবনা পাবলিক প্রসিকিউটর মোক্তার হোসেন বক্তব্য রাখেন।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।