লক্ষ্মীপুরে তিন ছিনতাইকারীকে খুঁটিতে বেঁধে মারপিট
লক্ষ্মীপুরে তিন ছিনতাইকারীকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে মারপিট করেছে উত্তেজিত জনতা। এসময় তাদের মাথার চুল কেটে দেয়া হয়। শুক্রবার দুপুরে পৌরসভার টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।
ছিনতাইকারীরা হলো, রামগতি উপজেলার শিক্ষা গ্রামের তাফাজ্জল হোসেনের ছেলে মাসুদ, সফিউল আলমের ছেলে লিটন এবং সদর উপজেলার টুমচর গ্রামের রাজন দাস।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় ওই তিন যুবক সেইফ ডায়াগনস্টিক সেন্টারের এক রোগীর চার হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
বিষয়টি ওই প্রতিষ্ঠানে গোপন ক্যামেরায় (সিসি টিভি) ধরা পড়ে। এর কিছুক্ষণ পরে তাদের আটক করে স্থানীয়রা। পরে তাদের এক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। এসময় তাদের মাথার কিছু চুল কেটে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।
সেইফ ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী বেলাল হোসেন জানান, এক রোগীর চার হাজার টাকা নেয়ার ঘটনা সিসি ক্যামরায় ধরা পড়ে। উত্তেজিত জনতা ছিনতাইকারীদের আটক করে বেঁধে রেখে। পরে ছিনতাইকারীদের পুলিশের কাছে সোর্পদ করা হয়।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন খান জানান, উত্তেজিত লোকজন তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটকদের কারাগারের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কাজল কায়েস/এআরএ/এমএস