পারিবারিক শিক্ষা শিথিল হওয়ায় জঙ্গিবাদের বিস্তার ঘটছে


প্রকাশিত: ১১:১৭ এএম, ১৫ অক্টোবর ২০১৬

পারিবারিক শিক্ষার প্রভাব শিথিল হওয়ায় দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

সিরাজগঞ্জের কামারখন্দে কোরপ আলী ডিগ্রি কলেজ মাঠে শনিবার দুপুরে শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, একটি প্রজন্মকে সুশিক্ষিত করতে প্রাথমিক শিক্ষাকে মজবুত করেছে সরকার। এজন্য উপবৃত্তি প্রদান, বিনামূল্যে বই বিতরণ, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরেপড়া রোধসহ তথ্য প্রযুক্তিনির্ভর প্রাথমিক শিক্ষা মজবুতকরণের কাজ করছে বর্তমান সরকার। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জাতীয়করণ বিদ্যালয়গুলোতে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। গুরুত্ব বিবেচনা করে যে এলাকায় স্কুল ফিডিং দরকার সেখানে স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হবে।

সিরাজগঞ্জের ডিসি কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের উপ-পরিচালক আবুল খায়ের, কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ফারজানা প্রমুখ।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।