শিক্ষকদের মর্যাদা দিয়েছে আ.লীগ : গণশিক্ষামন্ত্রী


প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৫ অক্টোবর ২০১৬

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান বলেছেন, আওয়ামী লীগই শিক্ষকদের সঠিক মর্যাদা দিয়েছে। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করেন। এরপর অনেক সরকার এসেছে কিন্তু কেউ শিক্ষকদের কথা চিন্তা করেনি। পিতার পর একমাত্র তার কন্যা শেখ হাসিনাই আবারো প্রায় ২৬ হাজার বিদ্যালয়কে সরকারীকরণ করে শিক্ষকদের মর্যাদা দিয়েছেন।

শনিবার বিকেলে সিরাজগঞ্জ সরকারি কলেজ চত্বরে শেখ কামাল মিলনায়তনে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে মজবুত করছে সরকার। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি স্কুলগুলোতে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। এতো কিছু করার পরও একটি মহল প্রচার করে বেড়াচ্ছে আমাদের নাকি শিক্ষার মান নেই।

তিনি বলেন, কিন্ডারগার্টেন ও বিভিন্ন এনজিও পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের মান নিয়ে প্রশ্ন তোলেন। তারা কখনো যা পারেনি বর্তমান সরকার তা করে দেখিয়েছে। আর এটাতেই তাদের চক্ষুশূল। এ কারণেই তারা প্রাথমিক শিক্ষার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য হাবিবে মিল­াত মুন্না, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খান, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের উপ-পরিচালক আবুল খায়ের, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।

এর আগে সকালে মন্ত্রী কামারখন্দের জটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন তলা ভবন উদ্বোধন করেন। দুপুরে হাজি কোরপ আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত শিক্ষক ও অভিভাবক সমাবেশেও বক্তব্য রাখেন তিনি। সমাবেশ শেষে ৪০০ কৃতী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান ১৭ জন প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ এবং চারজন প্রধান শিক্ষকের হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেন।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।