বান্দরবানে শেষ হলো প্রবারণা উৎসব


প্রকাশিত: ০৪:১০ এএম, ১৮ অক্টোবর ২০১৬

বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে তিন দিনব্যাপী ‘ওয়াগ্যোয়াই পোয়ে’ পালিত হয়েছে।

বৌদ্ধ ধর্মের নিয়ম অনুসারে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিনমাসের বর্ষাবাসের সমাপ্তির উৎসবকে বলা হয় প্রবারণা উৎসব, যা মারমা সম্প্রদায়ের লোকদের কাছে ‘ওয়াগ্যোয়াই পোয়ে’ নামে পরিচিত।

শনিবার সকালে অষ্টশীল পালনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসবের সূচিতে ছিল রোববার বুদ্ধের পূজা, ফানুস উড়ানো, পিঠা উৎসব। সোমবার মধ্যরাতে ড্রাগনের আদলে তৈরি রথ সাঙ্গু নদীতে বিসর্জনের মাধ্যমে এ উৎসবের শেষ হয়।

খ্যংওয়া কিয়ং বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ উঃ পঞ্ঞা জোত থের বলেন, সম্যক সম্বুদ্ধের তিন মাসব্যাপী বর্ষাবাস সমাপ্তির পর ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবই মূল আকর্ষণ। বর্ষাব্রত অবস্থায় নারী-পুরুষ বা বৌদ্ধ ভিক্ষুরা আত্মশুদ্ধির জন্য মগ্ন থাকেন। তিন মাস পর সাধনার সমাপ্তির দিনে আনন্দ উপভোগ করেন নর-নারীরা।

আর বৌদ্ধ ভিক্ষুগণ আশ্বিনী পূর্ণিমা থেকে কার্ত্তিকী পূর্ণিমার মধ্যে কঠিন চীবর গ্রহণ করেন।

সৈকত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।