লক্ষ্মীপুরে গোলাগুলিতে ১৪ মামলার আসামি নিহত
লক্ষ্মীপুরের রামগতিতে ডাকাত মজনু বাহিনীর সঙ্গে ফকির বাহিনীর গোলাগুলিতে বাহিনী প্রধান ও ১৪ মামলার আসামি মজনু নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের আজাদ ম্যামোরিয়াল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মজনু চর আফজাল গ্রামের মৃত জাহাঙ্গীর ডাকাতের ছেলে।
থানা পুলিশ জানায়, ঘটনার সময় চর রমিজে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় একটি কবরস্থানে ডাকাত মজনুর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও বেশি কিছু গুলির খোসা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, মজনু চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও অপহরণসহ ১৪টি মামলা রয়েছে।
ওসির ধারণা, মজনু বাহিনী ও ফকির বাহিনীর মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গোলাগুলিতে মজনু ডাকাত নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।
Accused killed in 14 cases in Lakshmipur gunfight
কাজল কায়েস/এসএস/পিআর