শিয়ালকোল ইউপির শূন্যপদে উপ-নির্বাচন ৩১ অক্টোবর


প্রকাশিত: ০৭:০৬ এএম, ১৮ অক্টোবর ২০১৬

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে উপ-নির্বাচন আগামী ৩১ অক্টোবর। এ লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে সদর উপজেলা নির্বাচন অফিস।

তফসিল ঘোষণার পর থেকেই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ৪ নারী প্রার্থী। এরা হলেন- মনিজা খাতুন (বই), তারা বানু বেগম (তালগাছ), সুবর্ণা খাতুন (মাইক) ও সালমা বেগম (সুর্যমুখী ফুল)। প্রতিদিন সকাল থেকেই রাত পর্যন্ত চলছে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা।

রিটানিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার মো. জয়নুল আবেদীন জানান, চলতি বছরের ২৫ জুলাই সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে শাহারা খাতুন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন।

নির্বাচনের কয়েকদিন পর বিদ্যুস্পৃষ্ট হয়ে সে মারা যায়। পরবর্তীতে ৩নং ওয়ার্ডটি শূন্য ঘোষণা করে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিস থেকে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে।

আগামী ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই জেলা নির্বাচন অফিস নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

এ ওয়ার্ডে ৯ হাজার ৮৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ৫ হাজার ৬২ জন পুরুষ ও ৪ হাজার  ৭৯৯ জন নারী ভোটার রয়েছে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।