জেএমবির আত্মঘাতি স্কোয়াডের নারী সদস্যের ৩ দিনের রিমান্ড
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের হাতে আটক জেএমবির আত্মঘাতি স্কোয়াডের নারী সদস্য আছিয়া খাতুন আকলিমার (২৫) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরিফুল ইসলাম।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার মধ্যরাতে জেলার সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে জেএমবির আত্মঘাতি স্কোয়াডের নারী সদস্য আছিয়া খাতুন আকলিমাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক নারী সদস্য কাজিপুর উপজেলার পশ্চিম বড়ইতলা গ্রামের আব্দুল আজিজের মেয়ে। সম্প্রতি পুলিশের যৌথ অভিযানে গাজীপুরের পাতারটেকে নিহত জেএমবির ঢাকা অঞ্চলের সামরিক কমান্ডার ফরিদুল ইসলাম আকাশের ঘনিষ্ঠ সহচর হিসেবে তিনি পরিচিত।
গত ৫ সেপ্টেম্বর কাজিপুর উপজেলার পশ্চিম বড়ইতলা গ্রাম থেকে নিজ বাড়িতে গোপন বৈঠক করার সময় ফরিদুল ইসলাম আকাশের মা, দুই বোন ও অপর এক নারী জেএমবি সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় কাজিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আছিয়া খাতুন আকলিমাকে শনিবার আটক করা হয়।
মঙ্গলবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। এরই প্রেক্ষিতে আকলিমার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এবিএস