চালক ঘুমে, লেগুনা খালে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় যাত্রীবাহী লেগুনা উল্টে ১২ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে শিশু মহিউদ্দিন ও বাবুলের অবস্থা গুরুতর।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের চরউভূতি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
লেগুনার যাত্রী চরলরেঞ্চ গ্রামের জনেবা ও নুরুল ইসলাম জানান, ঘটনার সময় চালক ঘুমে ছিল। এর আগে কয়েকবার সতর্ক করার পরও সে সতর্ক হয়নি। একপর্যায়ে সে গাড়ির নিয়ন্ত্রণ হারায়। পরে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে লেগুনাটি খালে উল্টে যায়। এতে শিশুসহ ১২ যাত্রী আহত হয়েছে।
আহতরা হলেন- সুইটি (৫), প্রীতি (৬), মহিউদ্দিন (৪), বাবুল (৩), রুমা আক্তার (২৫), জনেবা (৩০), নুরুল ইসলামসহ (৩৮) ১২ জন। আহতদের মধ্যে মহিউদ্দিন ও বাবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাজল কায়েস/এআরএ/এমএস