স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ১১ জুয়াড়ি আটক


প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৮ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে জুয়া খেলা অবস্থায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

কাজীপুরের নাটুয়ারপাড়া থেকে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে আটকদের সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, নাটুয়ারপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম (৩০), ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী (২৮), আওয়ামী লীগ সদস্য ও সাবেক ইউপি সদস্য জামাল হোসেন (৪৫), ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম সরকারের শ্যালক ও ছাত্রলীগ নেতা আশরাফুল আলম ডন (২১), আব্দুল রাজ্জাক (৩০), শামীম রেজা (২২), আব্দুল আলীম (৩০), শামীম ড্রাইভার (৩০), জাহাঙ্গীর আলম (২১), কুড়ান আলী (২৭), ও আব্দুর রশিদ (২৮)।

কাজীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে নাটুয়ারপাড়া হাটের মধ্যে ঘর নির্মাণ করে প্রকাশ্যে জুয়া খেলে আসছিল তারা। প্রভাবশালীদের ছত্রছায়ায় এই জুয়ার আসর পরিচালিত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।