সিরাজগঞ্জে ৫৮ নারীর আত্মহত্যা ৪৫ জনকে ধর্ষণ


প্রকাশিত: ১০:৫৭ এএম, ১৯ অক্টোবর ২০১৬

সিরাজগঞ্জে নারীর প্রতি সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ১৮৮ জন নারীর ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে। সেই সঙ্গে ১০৩ জনকে ভরণপোষণ না করা, ৫৮ জন নারীর আত্মহত্যা, ৪৫ জনকে ধর্ষণ, ১৯ জনকে ধর্ষণের চেষ্টা, ১৭ জনকে হত্যা, ৮ জনকে যৌতুকের জন্য নির্যাতনের ঘটনা ঘটেছে।

এছাড়া সাত নারীকে যৌন নির্যাতন ও ১০ নারীকে মানসিক নির্যাতন করা হয়েছে বলে ব্রাকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিরাজগঞ্জ ব্র্যাকের ডাটা এন্ট্রি প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

SIRAJGONJ

বুধবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ ব্র্যাক আয়োজিত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। ব্র্যাক সিরাজগঞ্জ জেলার ব্যবস্থাপক আসিস পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নার্গিস।

এ সময় মুক্ত আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, দৈনিক করতোয়ার ব্যুরোপ্রধান হেলাল আহমেদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দৈনিক যমুনা প্রবাহর নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার প্রমুখ।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।