উল্লাপাড়ায় নছিমনের ধাক্কায় বৃদ্ধ নিহত


প্রকাশিত: ১১:০৫ এএম, ১৯ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

বগুড়া-নগরবাড়ি সড়কের সিরাজগঞ্জের উলাপাড়ায় পৌর এলাকার তেঁতুলতলা মোড়ে নছিমনের ধাক্কায় আবুল হাশেম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার বেলা ১১টায় উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতী চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন বেলকুচি উপজেলার সেনগাতী গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) নওজেস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবুল হোসেন সকালে সিএনজিযোগে উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতী চারমাথা মোড়ের তেঁতুতলায় এসে নামেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি নছিমন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কাওয়াক সরকারি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।