সোনাইমুড়ীতে দুই পলাতক আসামি গ্রেফতার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে যুবলীগ কর্মী আরিফ হত্যা মামলার আসামি কামাল উদ্দিন কিশোর (৩২) ও অস্ত্র আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহরাব হোসেন মুন্নাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।
সোনাইমুড়ী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) টমাস বড়ুয়া দেওটি ইউনিয়নের বাগপাচড়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র আইনে দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহবার হোসেন মুন্নাকে (৩৫) তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করেন। মুন্না উপজেলা চাষিরহাট ইউনিয়নের নাওতলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
এদিকে, সোনাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে যুবলীগ কর্মী আরিফ হত্যা মামলার পলাতক আসামি কামাল উদ্দিন কিশোরকে (৩২) গ্রেফতার করে পুলিশ। তিনি সোনাপুর ইউনিয়নের আবদুর রাজ্জাকের ছেলে।
মিজানুর রহমান/এফএ/এমএস