সরিষাবাড়ীতে ট্রাক উল্টে শিশুর মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ীতে কাঠবোঝাই ট্রাক উল্টে আসিফ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আইয়ুব আলী ও সুরুজ্জামান নামে আরো দুইজন আহত হয়েছেন। শনিবার সকালে পিংনা ইউনিয়নের বাশুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ হোসেন (৭) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফুলকুড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
সরিষাবাড়ীর তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইদ্রিস আলী জানান, দিনাজপুর থেকে কাঠবোঝাই একটি ট্রাক শেরপুরের ঝিনাইগাতীতে আসছিল। পথিমধ্যে সরিষাবাড়ীর পিংনা ইউনিয়নের বাশুরিয়া ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। এসময় ট্রাকের উপর থাকা আসিফ ডোবার পানিতে ডুবে যায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আসিফের মরদেহ উদ্ধার করে। এছাড়া আইয়ুব আলী ও সুরুজ্জামান নামে আরো দুইজনকে গুরুতর অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত দুইজনের বাড়ি ঝিনাইগাতি উপজেলার ডেবলাই গ্রামে।
শুভ্র মেহেদী/এআরএ/এবিএস