ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক : নোয়াখালীতে মিষ্টির বন্যা
সাবেক ছাত্র নেতা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে রোববার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নোয়াখালীতে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুর পর নোয়াখালীতে একমাত্র জননেতা মরহুম আব্দুল মালেক উকিল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এরপর নোয়াখালীর আর কেউ এত উচ্চ পদে যেতে পারেননি। দীর্ঘ ৩৮ বছর পর এবার ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ আনন্দিত ও উচ্ছ্বসিত।
সাবেক স্পিকার ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেতা আব্দুল মালেক উকিলের পর এবারই প্রথম বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের নির্বাচিত হয়েছেন। 
এদিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পৌরবাসীসহ নোয়াখালী জেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে খুশির খবর পেয়ে ওবায়দুল কাদেরের নিজ উপজেলা কোম্পানীগঞ্জের বসুর হাটে দলীয় নেতা কর্মী ছাড়া ও সাংবাদিক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। দলীয় অনেক নেতাকর্মী মানুষকে মিষ্টি মুখ করাচ্ছেন এবং আনন্দ মিছিল করছেন।
মিজানুর রহমান/ এমএএস/পিআর