কোম্পানীগঞ্জে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে কালাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের তেরচোরার বেঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, এসআই রবিউল হক, এসআই সাইফ উদ্দিন, কনস্টেবল সুমন পারভেজ ও আনসার সদস্য আলাউদ্দিন।
পুলিশ জানায়, চরএলাহী ইউনিয়নের তেরচোরার বেঁড়ি এলাকার কালামের মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা চলে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই দোকান থেকে ইয়াবাসহ কালামকে আটক করে নিয়ে আসার সময় পুলিশের উপর হামলা চালায় তার লোকজন। এসময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে হাতকড়া পড়া অবস্থায় কালামকে ছিনিয়ে নেয়া হয়।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পুলিশের কাছ থেকে হাতকড়া পড়া অবস্থায় ছিনিয়ে নেয়া মাদক ব্যবসায়ী কালামকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুইটি মামলার প্রস্তুতি চলছে।
মিজানুর রহমান/এআরএ/পিআর