মেঘনায় বরযাত্রীবাহী ট্রলারডুবিতে দুইজনের মৃত্যু


প্রকাশিত: ১০:০৯ এএম, ২৫ অক্টোবর ২০১৬
ফাইল ছবি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে প্রবল স্রোতে বরযাত্রীবাহী ট্রলারডুবিতে ইয়াছিন আরাফাত (২২) ও আরিফ হোসেন (৩২) নামে বরপক্ষের দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে হাতিয়ার মেঘনা নদীর রামচরনের বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানায়, ট্রলার মাঝি শাহাদাত হোসেন নিজে ট্রলার চালিয়ে মেয়ে সানজিদা আক্তার ও মেয়ের জামাই আক্তার হোসেনসহ আরো ১০ থেকে ১২ জন অতিথি নিয়ে হাতিয়া চেয়ারম্যানঘাট থেকে মূল হাতিয়া যাওয়ার পথে মেঘনা নদীর রামচরন এলাকার বৌবাজার নামকস্থানে প্রবল ঢেউয়ের স্রোতে ট্রলারটি ডুবে যায়।

তাৎক্ষণিক আশপাশের জেলেরা এগিয়ে এসে সবাইকে উদ্ধার করেন। পরে বরপক্ষের ইয়াছিন আরাফাত ও আরিফ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।