ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেলযোগাযোগ শুরু
ফাইল ছবি
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সোয়া এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বিকল হওয়া ট্রেনের ইঞ্জিনটি সরিয়ে নেয়ায় বুধবার দুপুর সোয়া দুইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আশুগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে জাগো নিউজকে জানান, দুপুর ১২টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ ঘটনার পর থেকে সিঙ্গেল লাইন হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে নিলে দুপুর সোয়া দুইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি