বেগমগঞ্জে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন থেকে চিহ্নিত সন্ত্রাসী আবুল হোসেন ওরফে মধুকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-৩ ও লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি, তিন রাউন্ড ১২ বোর শর্টগানের তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতার আবুল হোসেন ওরফে মধু উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের পশ্চিম আলাইয়ারপুর গ্রামের মুনসুর আলী সরদার বাড়ির মৃত মুনসুর আলী সরদারের ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩ ও লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপান সংবাদের ভিত্তিতে র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলামের নের্তৃত্বে এক দল র্যাব সদস্য বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারী আবুল হোসেন মধুকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে উল্লিখিত অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মিজানুর রহমান/এফএ/এবিএস