আশুগঞ্জে গাঁজাভর্তি গাড়ির চাপায় যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাঁজাভর্তি একটি প্রাইভেটকারের চাপায় মিলন মিয়া (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাক আহমেদ ফয়সাল (২৮) নামের এক মাদক পাচারকারীকে ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন চিশতি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা। আটক মোস্তাক জেলার বিজয়নগর উপজেলার আবদুল্লাহ্পুর গ্রামের হোসেন আহমেদের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে জানান, সকালে বিজয়নগর থেকে গাঁজা নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ওই প্রাইভেটকারটির পিছু নেয়। প্রাইভেটকারটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন চিশতি পাম্পের উল্টোদিকে স্থানীয় আড়াইসিঁধা সড়কের মাথায় পথচারী মিলন মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, প্রাইভেটকারে তিনজন মাদকপাচারকারী ছিলেন। এদের মধ্যে একজনকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। এছাড়া ২০ কেজি গাঁজা ও প্রাইভেটকারটি আটক করা হয়েছে।
আজিজুল সঞ্চয়/এএম/এমএস