বর্ণাঢ্য শোভাযাত্রায় নোবিপ্রবির শিক্ষা সমাপনী উদ্বোধন


প্রকাশিত: ১২:০৯ পিএম, ৩০ অক্টোবর ২০১৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সপ্তম ব্যাচের উদ্যোগে তিন দিনব্যাপী ‘শিক্ষা সমাপনী অনুষ্ঠান’র উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যেদিয়ে শুরু হয়েছে।

রোববার বেলা ১২টার সময় কেক কেটে নিজ কার্যালয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

Noakhali

এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর মো.মমিনুল হক, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক আফসানা মৌসুমীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট শিক্ষক-শিক্ষার্থীরা।

র‌্যালিটি ক্যাম্পাস থেকে শুরু করে ট্রাকযোগে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের ১০টি ব্যাচের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বর্ণিল অনুষ্ঠানের মধ্যদিয়ে ক্যাম্পাস হয়ে উঠে উৎসবমুখর। পুরো ক্যাম্পাস সাজানো হয়ে বর্ণিল সাজে।

Noakhali

দ্বিতীয় দিন সোমবারও নানা আয়োজনের মধ্যেদিয়ে শিক্ষার্থীরা দিনটি উদযাপন করবে। তৃতীয় দিন মঙ্গলবার সমাপনীর দিন বিকেলে বিশ্ববিদ্যালয় মাঠে কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে গান পরিবেশন করবেন বাংলা ব্যান্ড সংগীতের গুরুখ্যাত জেমস ও তার দল নগরবাউল এবং শিরোনামহীন। এছাড়া থাকবে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডদলের শিল্পীরা।

প্রসঙ্গত, নোবিপ্রবির সপ্তম ব্যাচের এ শিক্ষা সমাপনী অনুষ্ঠানের মিডিয়া পার্টনার জাগো নিউজ ও জাগো এফএমসহ বেশ কিছু মিডিয়া।

মিজানুর রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।