লামায় গণপিটুনিতে সন্দেহভাজন দুই অপহরণকারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫০ এএম, ০২ নভেম্বর ২০১৬

বান্দরবানের লামায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজলোর ফাসিয়াখালী ইউনয়িনের হারগাজা এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে লামা থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন।

স্থানীয়রা জানায়, রাতে চারজনকে অপহরণের জের ধরে বিক্ষুব্ধ জনতা অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই অপহরণকারীকে আটক কর গণধোলাই দেয়। এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে কক্সবাজারের চকরিয়ার দুলহাজারা বাজার থেকে লামার হারগাজা যাওয়ার পথে একদল দুর্বৃত্ত সিএনজি গাড়ির গতিরোধ করে। এসময় কালু পুতু (৩৮), জাকির আলম (৩৫), জাবের আহম্মদ (৫০) ও মনহর আলীকে (৬০) অপহরণ করে দুর্বৃত্তরা।

অপহরণের খবর শুনে এলাকাবাসী বগাইবলি এলাকার সংরক্ষিত বনাঞ্চল ঘেরাও করে তাদের উদ্ধার করে। এসময় উত্তেজিত জনতা অপহরণকারী সন্দেহে দুইজনকে গণপিটুনি দেয়।

সৈকত দাশ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।