অস্ত্র ঠেকিয়ে অধ্যক্ষকে ছাত্রের হুমকি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৮ পিএম, ০২ নভেম্বর ২০১৬

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছে কলেজের দুই ছাত্রসহ বহিরাহগত তিনজন। এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল সাড়ে সোয়া ১০ টার সময় এ ঘটনা ঘটে।

মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মো. আইয়ুব আলী জাগো নিউজকে জানান, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৯টায় কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে অ্যাসেম্বলি করা হচ্ছে। এ সময় কলেজের দোতলা দ্বিতীয় বর্ষের ব্যবসা শিক্ষা শাখার ছাত্র মাহমুদুল সুকর্ন অ্যাসেম্বলিতে যোগ না দিয়ে আড্ডা দিচ্ছে। পরে তাদের ডেকে এনে অধ্যক্ষ বকাঝকা করা হয়।

এ ঘটনার জের ধরে সকাল সোয়া ১০টার দিকে তিনি তার কক্ষে বসে কাজ করা অবস্থায় মাহমুদুল হাসান সুকর্ন ও দ্বিতীয় বর্ষের একই বিভাগের ছাত্র শাকিল হোসেনসহ আরো বহিরাগত চারজন তার কক্ষে এসে মাহমুদুল হাসান সুকর্নকেকে কলেজ থেকে বের করে দেয়ার কারণ জানতে চান। একপর্যায়ে অধ্যক্ষের দিকে অস্ত্র তাক করে গুলি করার হুমকি দেন।

এ সময় তার পাশে বসা কলেজের কর্মচারী তার হাত থেকে অস্ত্র ফেল দেন। পরে শাকিলও অস্ত্র বের করে। বিষয়টি জানাজানি হলে তারা প্রকাশ্যে অস্ত্র বের করে সবাইকে ভয় দেখিয়ে কলেজ থেকে বের হয়ে যায়। এ ঘটনার পর পরই কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদে চাটখিল-সোনাইমুড়ী সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা জাগো নিউজকে জানান, এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে কিছুক্ষণ আগে। এখনো মামলা হয়নি। আসামিদের ধরার ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তাই কাউকে গ্রেফতার করা হয়নি।


মিজানুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।