বান্দরবানে জনসংহতি সমিতির ৬ নেতা-কর্মী আটক
বান্দরবানে জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের ৬ নেতা-কর্মীকে আটক করেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার রোয়াংছড়ি উপজেলার নুয়াপতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়
আটকেরা হলেন, নুয়াপতং ইউনিয়নের জনসংহতি সমিতির সভাপতি ইউপি সদস্য উবাচিং মারমা (৪৭), জনসংহতি সমিতির সমর্থক দয়া মহন চাকমা (৪২), মতিলাল চাকমা (১৬), শৈনু মং মারমা (৩২), মংথুই সাং মারমা (৩৯) এবং পাহাড়ি ছাত্র পরিষদের বাঘমারা শাখার সভাপতি গোপাল চাকমা (২২)।
বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল গোলাম হায়দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
এদিকে বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ক্যবামং মারমা জানান, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই জনসংহতি সমিতির নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেছে। আটকদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি করেছে জেএসএস।
সৈকত দাশ/এএম/পিআর