সরকারের দুর্বলতার কারণে হিন্দুদের বাড়িঘরে হামলা


প্রকাশিত: ১০:৪০ এএম, ০৫ নভেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

শনিবার দুপুরে নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দাবি ককরা হয়।

তিনি বলেন, দেশের মানুষ শান্তিপ্রিয় ও ধর্মভীরু। এখানে কেউ কারো ধর্মের ওপর আঘাত করতে চায় না। সরকারের দুর্বলতার কারণে একের পর এক নাসিরনগরের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

জেএসডির জেলা সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. কাউসার নিয়াজীর সঞ্চালনায়   আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য মিসেস তানিয়া রব, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

মিজানুর রহমান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।