চাটখিল পৌরসভার বাজেট ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৭ নভেম্বর ২০১৬

নোয়াখালীর চাটখিল পৌরসভার ২০১৬-১৭ অর্থ-বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারি ১০৩ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির  সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা ও বিএমএর সভাপতি ডা. এম এ নোমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর,  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তফাদার, জেলা যুবলীগ সদস্য মাসুদুর রহমান শিপন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কালাম, খিলপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর হোসেন প্রমুখ।

মিজানুর রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।