ভৈরবে সংঘর্ষের ঘটনায় ৪৯ জনকে আসামি করে মামলা


প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৭ নভেম্বর ২০১৬

ভৈরবের রসুলপুর গ্রামে গত শনিবার সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহতের ঘটনায় ৪৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

সোমবার সকালে নিহতের ছোট ভাই কামরুল হাসান দুলাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় প্রতিপক্ষ নুরার বাড়ির স্থানীয় বিএনপি নেতা মুসলিম মিয়াকে হুকুমের এক নম্বর আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার পর থেকে পুলিশের ভয়ে গ্রামটি পুরুষ শূন্য হয়ে পড়েছে। বিশেষ করে হত্যাকারী নুরার বাড়ির নারী-পুরুষ গ্রাম ছাড়া হয়েছে। বর্তমানে গ্রামে নিরাপত্তার জন্য দুই প্লাটুন পুলিশ দিয়ে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে।

গত শনিবার ওই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কিপিনবাড়ি ও নুরার বাড়ির লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে কিপিন বাড়ির অহিদ মিয়া (৫০) নামের একজন মুদি দোকানি নিহত এবং ৩০ জন আহত হন।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, সংঘর্ষের ঘটনায় ৪৯ জনকে আসামি করে মামলা হয়েছে। গ্রামে নিরাপত্তার পুলিশ দিয়ে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। মামলাটি তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসাদুজ্জামান ফারুক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।