জয়পুরহাটে মাদক ব্যবসায়ীসহ আটক ২১


প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৮ নভেম্বর ২০১৬

জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ২১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

এর মধ্যে পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রাম থেকে ১৮২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।   

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারত সীমান্তের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে মাদকদ্রব্য বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকরা হলেন, রামচন্দ্রপুর গ্রামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইশারত আলীর স্ত্রী নাজমা বেগম (৪২) ও মৃত হোসেন আলীর ছেলে রাজু আহম্মেদ (২৪)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে ভোরে অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে আরো ১৯ জনকে আটক করা হয়। এর মধ্যে জয়পুরহাট সদর থানায় সাতজন, পাঁচবিবি থানায় তিনজন, আক্কেলপুর থানায় দুজন, ক্ষেতলাল থানায় চারজন, কালাই থানায় একজন ও গোয়েন্দা পুলিশ দুজন আটক করেছে। জয়পুরহাট পুলিশ সুপার রশীদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রাশেদুজ্জামান/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।