কোম্পানীগঞ্জে ট্রলারডুবি : ২ শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫ এএম, ১০ নভেম্বর ২০১৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জের ছোট ফেনী নদীতে বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আশিক (১৩) চর বালুয়া গ্রামের আলী আহম্মদের ছেলে এবং হৃদয় উরির চর এলাকার ইব্রাহিম খলিলের ছেলে। স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুল মজিদ ও চর এলাহী ইউপি চেয়ারম্যান আবদু রাজ্জাক জানান, দুপুর ১২টার দিকে সুবর্নচরের চর তোরাব আলী ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার উরির চর যাচ্ছিল। ট্রলারটি দুপুর ১টার সময় উরির চরের বরইতল ঘাটের কাছে পৌঁছলে যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে ট্রলারটি একদিকে হেলে ডুবে যায়।

এসময় ঘাটে থাকা লোকজনের সহয়তায় যাত্রীরা তীরে উঠতে সক্ষম হলেও স্থানীয়রা ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এক নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মারজাহান (৩৫) নামের এক নারীকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অপর ৪ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মিজানুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।