বেগমগঞ্জে সিএনজিচালককে গুলি করে হত্যা


প্রকাশিত: ০৩:৩৮ এএম, ১৩ নভেম্বর ২০১৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানল্যাপুর ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে জুয়েল (৩০) নামে এক সিএনজিচালককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ১টার দিকে আমানউল্যাপুর ইউনিয়নের ঝিনু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল আমানউল্যাপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের নান্দাবাড়ির আনোয়ার হোসেনের ছেলে।

স্থাণীয় আমানউল্যাপুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন জাগো নিউজকে জানান, মোবাইল চুরির ঘটনা নিয়ে একই এলাকার মামুনসহ আরো কয়েজনের সঙ্গে সিএনজিচালক জুয়েলের বিরোধ হয়। মূলত এরই জের ধরে শনিবার রাত ১টার দিকে আমানউল্যাপুর ইউনিয়নের ঝিনু মার্কেটের সামনে জুয়েলকে একা পেয়ে চিহ্নিত সন্ত্রাসীরা গুলি করে।

পরে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলেও চেয়ারম্যান আরিফ হোসেন জানান।

তবে এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

মিজানুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।