ফের নাসিরনগরে অগ্নিসংযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের গোয়ালঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ দগ্ধ হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় উপজেলা সদরের গার্লস স্কুল সংলগ্ন অঞ্জন কুমার দেবের বাড়ির একটি গোয়ালঘরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে গোয়ালঘরের একটি অংশ পুড়ে গেছে। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, দুর্বৃত্তরা গোয়ালঘরে অগ্নিসংযোগ করেছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
উল্লেখ্য, পবিত্র কাবা শরিফ অবমাননা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা গত ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।
পরবর্তীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও গত ৪ নভেম্বর ভোরে উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ৫টি ও ১৩ নভেম্বর ভোরে একটি বাড়িতে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা।
আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি