টাঙ্গাইলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ


প্রকাশিত: ০৮:১৮ এএম, ১৭ নভেম্বর ২০১৬

টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় আলোচনা সভাস্থলে এ সংঘর্ষে বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল নোমান এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন। এছাড়াও সভায় জেলা বিএনপিসহ এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 
আরিফ উর রহমান টগর/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।