কোম্পানীগঞ্জে অস্ত্র ও বোমাসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চিহ্নিত দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় এলজি, দুই রাউন্ড গুলি, একটি তলোয়ার, দুটি চাপাতি এবং ১৬টি চকলেট বোমা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন, সিরাজপুর মুন্সী বাড়ির সিরাজ উল্যাহর ছেলে আবদুল্যাহ আল হৃদয় (২০) ও একই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আনোয়ার (২৫)।
র্যাব-১১, সিপিসি- ৩, লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলামের নের্তৃত্বে এক দল র্যাব সদস্য গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার সময় কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মুন্সি বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসী হৃদয়কে গ্রেফতার করে।
পরে তার দেয়া তথ্য মতে, একটি দেশীয় এলজি, দুটি চাপাতি ও ১৬টি চকলেট বোমা উদ্ধার করা হয়।
এসময় হৃদয় তার সহযোগী আনোয়ারের কাছে আরও অস্ত্র ও গোলাবারুদ মজুদ থাকার তথ্য দিলে র্যাব সদস্যরা ভোর সোয়া চারটার দিকে একই ইউনিয়নের আনু মিস্ত্রির বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসী আনোয়ারকে গ্রেফতার করে।
পরে তার দেয়া তথ্য অনুসারে, একটি দেশীয় এলজি, দুই রাউন্ড ১২ বোর শটগানের কার্তুজ এবং একটি ধারালো তলোয়ার উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় অস্ত্র এবং বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
মিজানুর রহমান/এফএ/পিআর