উত্ত্যক্ত করায় কলেজছাত্রের কারাদণ্ড


প্রকাশিত: ০১:২০ পিএম, ১৭ নভেম্বর ২০১৬
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. সুমন নামের এক কলেজছাত্রকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ বায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. সুমন লক্ষ্মীপুরের দালাল বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও কমলনগরের চর মার্টিন এলাকার বাসিন্দা মোস্তফা মোল্লার ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয়ের ছাত্রী জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় কলেজছাত্র সুমনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

কাজল কায়েস/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।