রাজশাহীতে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মী আটক
রাজশাহীর পুঠিয়া উপজেলায় চলমান অবরোধ ও হরতালে নাশকতার অভিযোগে সোমবার দুপুরে বিভিন্ন স্থান থেকে জামায়াত শিবিরের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের মোহপুর আলীয়া মাদ্রাসার শিক্ষক জামায়াত নেতা আবদুল কুদ্দুস (৫২), নাশকতার পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষক উপজেলার বাঁশপুকুরিয়া গ্রামের জামায়াতকর্মী মানিক উদ্দীন (৩২) ও শিবির ক্যাডার উপজেলার শিবপুর হাটের মোহাম্মদ রনি (২২)। এর মধ্যে জামায়াত নেতা আবদুল কুদ্দুসের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার রানীনগর গ্রামে।
পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হাফিজুর রহমান জানান, আটককৃতরা উপজেলায় সংঘটিত বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত। তারা তিনজনই থানার প্রতিটি নাশকতার মামলার আসামি। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে। শেষ হলে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সন্ধ্যার মধ্যেই আদালতের মধ্যমে রাজশাহী কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।
বিএ/পিআর