ফুল নিতে আসিনি : ওবায়দুল কাদের


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১৯ নভেম্বর ২০১৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবর্ধনার জন্য নয়, ফুল নিতে নয়, নেত্রীর আগামী নির্বাচনের বার্তা, ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান পৌঁছে দিতে এবং জনগণের দোয়া চাইতে এসেছি।

শনিবার দুপুর ১২টায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, শপথ নিয়েছি ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেব গড়বো এবং ২০৪১ সালে এ দেশ হবে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ। স্মার্ট, মর্ডান ও গতিময় সংগঠন হিসেবে গড়ে তুলতে দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা শক্তিশালী টিমওয়ার্ক গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছি।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরী, পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

এর আগে সেতুমন্ত্রীসহ আগত কেন্দ্রীয় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

এদিকে বিকেল ৩টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে নোয়াখালী জিলা স্কুল মাঠে ওবায়দুল কাদেরকে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।

মিজানুর রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।