সোনাইমুড়িতে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩


প্রকাশিত: ১০:৪৬ এএম, ২১ নভেম্বর ২০১৬

নোয়াখালীর সোনাইমুড়ির নাওড়ীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, দুটি বড় ছোরা, একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু এবং একটি ছুরি উদ্ধার করা হয়।

সোমবার সকালে স্কোয়াড কমান্ডার এএসপি কল্লোল কুমার দত্ত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কোম্পানি অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে জেলার সোনাইমুড়ির নাওড়ি গ্রামের চৌকিদার বাড়িতে ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালায় র‌্যাব।

এ সময় নাশকতার পরিকল্পনায় ওই গ্রামের মৃত বদিউল আলমের ছেলে বদিউল আলম বিল্লাল (৩৩), মৃত আবুল কাশেমের ছেলে জামাল হোসেন হারুন (২০) ও মো. আবু তাহেরের ছেলে ইমরান হোসেন রনিকে (২১) আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে জেলার সোনাইমুড়ি থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়।

মিজানুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।