মেঘনা উপকূলের ২০ হাজার মানুষকে পুনর্বাসন করা হবে


প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৩ নভেম্বর ২০১৬

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, লক্ষ্মীপুরের মেঘনা উপকূলে প্রায় ২০ হাজার নদীভাঙা গৃহহীন মানুষকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে।

বুধবার দুপুরে জেলার রামগতি ও কমলনগরে নদী তীর সংরক্ষণ কাজ পরিদর্শনে এসে এ কথা বলেন পানিসম্পদমন্ত্রী।

তিনি বলেন, ২০ হাজার লোককে পুনর্বাসন করা খুবই কষ্ট সাধ্য বিষয়। তবুও সরকারের সদিচ্ছা রয়েছে চরাঞ্চলের খাস জমিগুলো জেলা প্রশাসকের মাধ্যমে ভূমিহীনদের বরাদ্দ দেয়ার।

এ সময় নদী ভাঙনের বিষয়ে তিনি বলেন, মেঘনার মতো একটি বড় নদী পরিপূর্ণ ভাঙনরোধ করা কঠিন। তবে যেসব স্থানে স্কুল, কলেজসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেসব স্থানে অগ্রাধিকার ভিত্তিতে বাঁধ নির্মাণের কাজ করা হচ্ছে।

পানিসম্পদমন্ত্রী রামগতির আলেকজান্ডারে সেনাবাহিনী দিয়ে নির্মিত নদীর তীর সংরক্ষণ বাঁধ পরিদর্শন শেষে কমলনগর ভাঙন কবলিত মাতাব্বরহাট এলাকা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, লক্ষ্মীপুর-৪ (রামগতি ওকমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের মোহাম্মদ নোমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর আহমদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবির, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওয়াহেদ প্রমুখ।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।