পাঁচ দিনে ৩৯৭ বস্তা ধান পেলো সাঁওতালরা
গত পাঁচ দিনে রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের চাষ করা ধান কেটে দুই মণ ওজনের ৩৯৭ বস্তা ধান সাঁওতালদের বুঝিয়ে দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।
ধান কাটার পঞ্চম দিন সোমবার সন্ধ্যায় সাঁওতালদের পক্ষে হেমব্রনসহ একটি প্রতিনিধি দলের কাছে ১০৪ বস্তা ধান বুঝিয়ে দেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আওয়াল।
এ নিয়ে গত বৃহস্পতিবার ২৬ বস্তা, শুক্রবার ৫৬ বস্তা, শনিবার ৬৭ বস্তা, রোববার ১৪৪ ও সোমবার ১০৪ বস্তাসহ ৩৯৭ বস্তা ধান সাঁওতালদের দেয়া হয়েছে।
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, ধান কাটার মেশিন ও চিনিকলের শতাধিক শ্রমিকের স্বেচ্ছাশ্রমের বৃহস্পতিবার ধান কাটা শুরু হয়। ধান কাটা ও মাড়াই করার পর বস্তায় ভরে গত পাঁচ দিনে ৩৯৭ বস্তা ধান সাঁওতালদের দেয়া হয়েছে।
তিনি আরো জানান, পাঁচ দিনে কাটার উপযোগী প্রায় ৩০ একর জমির ধান কাটা শেষ হয়েছে। বাকি জমির ধান পাকতে কয়েকদিন লাগবে। ধান পাকলে পর্যায়ক্রমে কেটে সাঁওতালদের বুঝিয়ে দেয়া হবে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, উচ্চ আদালতের নির্দেশ পেয়ে মিল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ধান কেটে সাঁওতালদের বুঝিয়ে দেন। ধান কাটার সময় খামার এলাকায় প্রতিদিন পুলিশ মোতায়েন ছিল। সোমবার বিকেল পর্যন্ত সুষ্ঠুভাবে ৩০ একর জমির ধান কাটা শেষ হয়েছে।
গত ৬ নভেম্বর সকালে রংপুর চিনিকলের খামারের জমিতে আখ কাটাতে গেলে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এসময় ৯ পুলিশ তীরবিদ্ধ ও তিনজন সাঁওতাল নিহত হন। এছাড়া সংঘর্ষের ঘটনায় অনন্ত ৩০ জন আহত হন।
এরপর ওই দিনেই বিকেল থেকে রাত পর্যন্ত পুলিশ ও প্রশাসন অভিযান চালিয়ে সাঁওতালদের উপর হামলা, ঘরে আগুন ও গুলি চালিয়ে তাদের উচ্ছেদ করে। ওই সময় সাঁওতালদের রোপন করা বিভিন্ন ফসল লুট করা হয়। পরে পুরো খামার এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলে মিল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এ ঘটনার পর সাঁওতালরা খামার এলাকায় যেতে পারছে না। এমনকি তারা তাদের জমির পাকা ধান কাটা নিয়ে উৎকণ্ঠায় পড়েন। পরে গত ১১ নভেম্বর ধান কাটার বিষয়ে এক আবেদনে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ সাঁওতালদের ধান কাটতে অথবা চিনিকল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ধান কেটে সাঁওতালদের বুঝিয়ে দিতে নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে চিনিকল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বৃহস্পতিবার থেকে ধান কাটা শুরু করে।
জিল্লুর রহমান পলাশ/বিএ